Print Date & Time : 24 August 2025 Sunday 2:02 am

ইউপি চেয়ারম্যানদের জনকল্যাণে কাজ করতে হবে : ডিসি সাইদুল ইসলাম

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়াতে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠানে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, নবনির্বাচিত চেয়ারম্যানদের জনকল্যাণে কাজ করতে হবে। ইউনিয়ন পরিষদের বিভিন্ন চলমান সমসাময়িক সমস্যা নিয়ে খুব দ্রুতই নবনির্বাচিত চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভা করা হবে।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১.০০ টায় সময় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে কুষ্টিয়া সদর, কুমারখালী ও খোকসা উপজেলার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।

শপথ গ্রহন অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপ-পরিচালক মৃনাল কান্তি’ দের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা নির্বাচনী কর্মকর্তা আনিসুর রহমান, কুমারখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা বিতান কুমার মন্ডলসহ তিন উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানবৃন্দ। শপথ গ্রহন অনুষ্ঠান শেষে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।

দৈনিক দেশতথ্য//এল/