মির্জাপুরে পুলিশের উপর হামলার চেষ্টাকালে ইউপি চেয়ারম্যানসহ বিএনপির ১৩ জন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াইল এলাকায় এ ঘটনা ঘটেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে ৫ নং বানাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, সহসম্পাদক মোস্তাফিজুর রহমান রিংকু, উপজেলা যুবলদের আহবায়ক গোলাম মোস্তফা জীবন, গোড়াই ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল মিয়া, বিএনপি নেতা ফরিদুল ইসলাম ফরিদ, ইমরান আহমেদ রজবু, শওকত হোসেন হিরা ও জাহাঙ্গীলমসহ ১৩ জন।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম বলেন, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারেন তিন দিনের হরতাল-অবরোধ সফল করতে গোড়াইল এলাকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর বাস ভবনে বিএনপির নেতাকর্মীরা নাশকতার উদ্যেমেশ্য জরুরী মিটিং করতে ছিলেন। নাশকতা ঠেকাতে এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগন তাদের গ্রেফতার করতে গেলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মসজিদের মাইকে ঘোষনা দিয়ে পুলিশের উপর হামলার ছেষ্টা করে। তবে কোন পুলিশ সদস্য আহত হননি। ঘটনাস্থল থেকে ৬/৭ জন এবং এর আগে আরও ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই বিএনপির নেতা। তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//