নির্বাচনের পাঁচ দিন পুর্বে সরে দাড়িয়েছেন আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী সাইদ আনোয়ার। তিনি নির্বাচন থেকে সরে গিয়ে বিএনপি নেতা ও তার গ্রামের স্বতন্ত্র প্রার্থী মো. আজিজ রেজার (হোন্ডা মার্কা) পক্ষে কাজ করেছেন।
শেষ মুহর্তে তার সরে দাড়ানোর ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনাটি এখন টক অব দা টাউনে পরিনত হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১২ নম্বর তরফপুর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার এলাকাবাসি জানায়, সাইদ আনোয়ার ২০১৭ সালের ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে ধানের শীষ নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার গ্রামের বাড়ি তরফপুর নামাপাড়া গ্রামে। এ বছর সাইদ আনোয়ারের পাশের গ্রাম সিট মামুদপুর থেকে বিএনপির অপর নেতা আজিজ রেজা স্বতন্ত্র প্রার্থী হয়ে হোন্ডা প্রতিক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। পাশাপাশি গ্রাম থেকে দুইজন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচন করায় সাইদ আনোয়ার কোনঠাসা হয়ে পড়েন। তার পক্ষে কর্মী সমর্থক না পাওয়ায় এবং এলাকায় নির্বাচনের ভোটের অবস্থা ভাল না বুঝতে পেরে গতকাল বুধবার সাইদ আনোয়ার চেয়ারম্যান পদে নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন। তিনি আজিজ রেজাকে সমর্থন দিয়ে তার পক্ষে গনসংযোগ ও মিছিল মিটিং করে ভোট চাইছেন।
এ ব্যাপারে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা আজিজ রেজা বলেন, সাইদ আনোয়ার তার অবস্থা বুঝতে পেরে নির্বাচন থেকে সরে দাড়িয়ে আমার পক্ষে কাজ করছেন।
এদিকে আগামী ১৫ জুন ১২ নং তরফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো. নাজিম মোল্লা (নৌকা), মো. শরিফুর রহমান শরিফ (চশমা), আজিজ রেজা (হোন্ডা) এবং সাইদ আনোয়ার (আনারস) এই চারজন প্রার্থী চেয়ারম্যান পতে প্রতিদ্বন্ধিতা করেন। সাইদ আনোয়ার নির্বাচন থেকে সরে যাওয়ায় এখন তিনজন প্রার্থী নির্বাচনে লড়ছেন।
এ ব্যাপারে আওয়ামীলীগ নেতা ইজ্জত আলী জনি বলেন, সাইদ আনোয়ার নির্বাচন থেকে সরে যাওয়ায় ত্রি-মুখী লড়াই হচ্ছে। শেষ মুহর্তে নৌকার প্রার্র্থী নাজিম মোল্লার পাল্লাই ভারি।
আর//দৈনিক দেশতথ্য//৯ জুন-২০২২//