Print Date & Time : 6 July 2025 Sunday 12:53 am

ইউপি সদস্যর বিরুদ্ধে গৃহবধূকে মারধোরের অভিযোগ

মোঃ মহির উদ্দীন, স্টাফ রিপোর্টার: কুষ্টিয়া দৌলতপুরে এক গৃহবধূ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মারধোরের অভিযোগ উঠেছে ইউপি সদস্যর বিরুদ্ধে।
গৃহবধূ জানান, স্বাধীন মেম্বার আমাকে অনেক আগে থেকে কুপ্রস্তাব দিয়ে আসছে। আমি তার প্রস্তাবে রাজি না হয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জানায়। সেই রাগে মেম্বার পরিকল্পনা করে গত ১২ তারিখ সন্ধ্যায় আমার বাড়িতে প্রবেশ করে আমাকে মারধোর করে। এ বিষয়ে আমি থানায় একটি লিখিত অভিযোগ করেছি। তদন্ত করে আইনানুগ বিচার দাবি করছি।

এ বিষয়ে ইউপি সদস্য স্বাধীন জানান, ওই গৃহবধূকে কোন প্রস্তাব বা মারধরের কোন বিষয় এখানে হয় নাই। এ বিষয়ে আপনারা প্রয়োজনে স্থানীয় এলাকাবাসীর কাছে জানতে পারেন। ভুক্তভোগী গৃহবধূর দেবর ফারুক ও ননদ হাফিজা জানান, আমার ভাবি অনৈতিক কর্মকান্ডে দির্ঘদিন লিপ্ত। আমরা তার সাথে পারিনা এলাকাবাসী ও অনেক বার তাকে নিষেধ করে এলাকাবাসীর কথায় কান দেন না আমার ভাবি ।

এ বিষয়ে অভিযোগ তদন্তকারী অফিসার এস আই রোকনুজ্জামান জানান, অভিযোগ তদন্তাধীন। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক দেশতথ্য//এল//