Print Date & Time : 15 May 2025 Thursday 4:54 am

ইউপি সদস্যের বিরুদ্ধে ধর্ষণচেষ্টায় অভিযোগ দাখিল

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: হাটহাজারীতে সাবেক ইউপি চেয়ারম্যান পুত্র বর্তমান ইউপি সদস্য আবু হেনা সিদ্দিকী (৩০) এর বিরুদ্ধে এক গৃহবধুকে ধর্ষণচেষ্টা মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে উক্ত ঘটনায় ভুক্তভোগী গৃহবধুর নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় দায়ের করা মামলায় প্রমাণিত হওয়ায় আদালতে ওই অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার অফিসার (ওসি) ইনচার্জ মুহামম্দ রুহুল আমিন সবুজ।

এর আগে ওই ঘটনার পর ভুক্তভোগী নারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছিলেন। অভিযুক্ত ওই ব্যক্তি উপজলার ১০নং উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য। সে উক্ত ইউনিয়নের মাছুয়াঘোনা এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম সিদ্দিকীর পুত্র।

থানা পুলিশ সূত্রে জানায়, চলতি বছরের গত ১০ই নভেম্বর রাতে পুলিশ অভিযুক্ত ইউপি সদস্য আবু হেনা সিদ্দিকীকে গ্রেফতার করে। পরদিন বিকালে তাকে আদালতে তোলা হয়। ওই সময় চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরমধ্যে সে জামিনে এসেছে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা জানতে চাইলে   সাবেক চেয়ারম্যান মঞ্জুর হোসেন চৌধুরী মাসুদ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকর্মীদের জানান, সেতাে (ইউপি সদস্য) জামিন আছে। নিউজ করে কি হবে; তার কি জেল-জরিমানা হবে”।

এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার (ওসি) রুহুল আমিন সবুজ বলেন, আবু হেনা সিদ্দিকী এলাকার গৃহবধূকে ধর্ষণচেষ্টা মামলায় সাক্ষ্য প্রমাণ, তথ্য উপাত্ত, সাক্ষীদের জবানবন্দি পর্যালোচনা করে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চট্টগ্রাম আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

দৈনিক দেশতথ্য/এসএইচ//