মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি :
ইউসিবি বাফুফে অনূর্ধ্ব-১৫ ফুৃটবল লীগের প্রাথমিক পর্বে রাজশাহী অঞ্চলে চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া জেলা দল।
শুক্রবার (২৭ জুন) বিকেলে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বগুড়া জেলা দল ২-০ গোলে স্বাগতিক রাজশাহী জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বিজয়ী দলের পক্ষে সাকিব ম্যাচের ২০ মিনিটে এবং হাবিব হোসেন ৪৩ মিনিটে ১টি করে গোল করে।
বগুড়ার সাকিব ম্যাচ সেরা ও কারিমুল ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়।
ম্যাচ শেষে চ্যাম্পিয়ান ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মির্জা ইমাম উদ্দিন।
জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম সিরাজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মোঃ রফিকুল আলম, সহকারী কমিশনার বুরহান উদ্দিন. নাসিফ আহম্মেদ, জেলা ক্রীড়া অফিসার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন, ইউসিবি ব্যাংকের ভিপি ও রিজিওনাল হেড নুপুর কর্মকার, এফএভিপি ও হেড অফ ব্রাঞ্চ মোঃ আমানুল্লাহ ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মেহেদী হাসান পুলক।
এছাড়াও জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ তৌফিকুর রহমান রতন, জেলা দলের ম্যানেজার ও সদস্য মোঃ সাইফুল ইসলাম কালুসহ ফুটবল ফেডারেশনের কর্মকর্তা এবং রাজশাহী ও বগুড়া জেলা দলের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।