Print Date & Time : 27 July 2025 Sunday 1:26 pm

ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান সভা

সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলাধীন ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান সভা অনুষ্ঠিত হয়েছে।

 মঙ্গলবার দুপুরে উপজেলার লালাবাজার ইউনিয়নের আলীনগরস্হ ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত বিজ্ঞান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পরিচালক একেএম লুৎফুর রহমান সিদ্দিক( যুগ্নসচিব) ।

 ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আব্দুল কুদ্দুস এর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মুহিদ হোসেন,  দি নিউ নেশনের সিলেট ব্যুরো প্রধান এস এ শফি। বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শেখ নুরুদ্দীন, দিলাদ আহমদ,বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুর রহমান, শিহাব মোঃ তোফায়েল, সুমন কুমার সিং, আল আমিন।শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাসান আহমদ।

স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক দীপাংকর দেব নাথ, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দশম শ্রেণির শিক্ষার্থী তাহমিনা বেগম। প্রধান অতিথি তার বক্তৃতায় বিজ্ঞান শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন এবং শিক্ষার্থীদের এ বিষয়ে বেশি মনোযোগী হওয়ার আহবান জানান। তিনি বলেন, প্রযুক্তির উৎকর্ষতা সাধনে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই। পরে তিনি বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষার উন্নয়নে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পক্ষ থেকে এক লক্ষ টাকার চেক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে তুলে দেন।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৭ অক্টোবর ২০২৩