চট্টগ্রামের মীরসরাই উপজেলায় অগ্নিকাণ্ডে নগদ দেড়লাখ টাকাসহ পাঁচ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ইছাখালী ইউনিয়নের জমাদার গ্রামের সিদ্দীক ডাক্তার বাড়িতে বেদ্যুতিক সার্কিট থেকে এই ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্তরা হলেন চার ভাই আব্দুর রহমান, খোরশেদ আলম, নুরুল আলম মানিক, শফিউল আলম। এছাড়া একই বাড়ির নাছির উদ্দিনের বসতঘরও পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
মীরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, ইছাখালী এলাকায় আগুনে ৫টি বসতঘর পুড়ে গেছে। ঘটনাস্থল অনেক ভেতরে হওয়ায় যেতে কিছুটা দেরি হয়েছে। তারপরও আমরা গিয়ে ওই বাড়ির আরো অনেকগুলো ঘর রক্ষা করতে পেরেছি।
এদিকে বসতবাড়ীতে আগুন লাগার খবর পেয়ে ক্ষতিগ্রস্তদের দেখতে ছুটে যান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত এমপি মাহবুবুর রহমান রুহেল। তিনি সবকিছু পর্যবেক্ষণ করে ক্ষতিগ্রস্তদের হাতে উপস্হিত নগদ কিছু আর্থিক প্রদান করেন এবং পূনরায় আর্থিক সহায়তার আশ্বাস দেন। সেই সাথে বৈদ্যুতিক নিয়ে প্রতিটি ঘরের ওয়ারেন্ট করা ক্যাবলে কোন প্রকার শর্ট কিংবা লিক আছে কিনা এ বিষয়ে সতর্ক থাকতে পরামর্শ দেন। মাহবুবুর রহমান রুহেলকে পেয়ে আবেগআপ্লুত হয়ে যান ক্ষতিগ্রস্তরা। এ সময় তারা তাদের মনের আবেগ তুলে ধরেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post