প্রধানমন্ত্রীর প্রেস সচিব বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিম কুষ্টিয়ার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়
করেছেন।
সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া ও কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির আয়োজনে কাঙাল হরিনাথ মিলনয়াতনে গতকাল এসভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর প্রেস সচিব বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিম বলেন, আইসিটি আইন সাংবাদিকদের জন্য সমস্যা নয়। সাংবাদিকতার ইথিক্স মেনে চললে কোন আইনই বাঁধা নয়। একটি শিশুকে ১০টি টাকা দিয়ে মিথ্যা কথা বলানো এবং তা ফেসবুকে ও মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অপরাধে তার উপর আইন প্রয়োগ স্বাভাবিক ঘটনা।
তিনি আরও বলেন, সাংবাদিকরা যত ঐক্যবদ্ধ হবে তত বেশি পেশাগত উৎকর্ষতা বৃদ্ধি পাবে। পেশাগত মর্যাদাও বেড়ে যাবে। সততা ও কর্তব্যপরায়নতা থাকলে সফলতা অনিবার্য। সাংবাদিকতার মধ্যদিয়ে জাতীয়তাবোধ, দেশপ্রেম এবং সমাজ বোধের উন্মেষ ঘটে।
বিশেষ অতিথির বক্তব্যে ইহসানুল করিমের সহধর্মীনি মমতাজ শিরিন করিম বলেন, সাংবাদিকতা পেশা ত্যাগের পেশা। এই পেশায় থাকলে সংসারে টানা পোড়ন আসবে। সততার সাথে সাংবাদিকতা করলে জীবনে সফলতাও আসবে।
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএফইউজের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সাধারণ সম্পাদক সোহেল রানা, সহ-সভাপতি মীর আল আরেফিন বাবু, অধ্যাপক আমিরুল ইসলাম, গৌতম কুমার রায়, নিউজ টুয়েন্টিফোর চ্যানেলের ষ্টাফ রিপোর্টার জাহিদুজ্জামান, চ্যানেল টুয়েন্টিফোরের ষ্টাফ রিপোর্টার শরীফ বিশ্বাস, আরটিভির ষ্টাফ রিপোর্টার শেখ হাসান বেলাল, এনটিভির কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলী, আনন্দ টিভির কুষ্টিয়া প্রতিনিধি ফিরোজ কায়সার প্রমুখ। সভা পরিচালনা করেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান।
সভায় সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির প্রচার সম্পাদক সালমান শাহারিয়ার রাজু, দপ্তর সম্পাদক এসএম ওয়ালিদুজ্জামান শুভ, সদস্য এইচএম বেলালসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এবি//দৈনিক দেশতথ্য//মে ০৪,২০২৩//