Print Date & Time : 11 May 2025 Sunday 10:12 am

ইনটেল’এ নিয়োগ পেয়েছেন খুবির সাবেক শিক্ষার্থী হেলাল

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি:খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আল হেলাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্বের অন্যতম চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেলের নিয়োগ পেয়েছেন । তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

ইনটেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পাওয়ার বিষয়টি তিনি নিজেই সাংবাদিকদের জানিয়েছেন। গত ১১ এপ্রিল ইনটেলের হিলসবরো, ওরিগন (যুক্তরাষ্ট্র) অফিসে যোগদান করেছেন তিনি।

আল হেলাল বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে সিএসই সম্পর্কে তেমন ভালো ধারণা ছিল না। এক রকম নাম শুনেই ভর্তি হয়েছিলাম কম্পিউটার সাইন্সে।

অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, সৃষ্টিকর্তার কাছে অনেক কৃতজ্ঞ কারণ সেই আন্ডারগ্রাজুয়েট এর সময় থেকে দেখে আসা স্বপ্নটা আজ সত্যি হয়েছে। নিজের স্বপ্নটাকে ছুয়ে দেখতে পেরেছি এইটাই অনেক বড় পাওয়া।

যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার গড়তে চান তাদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রথমত লক্ষ্য স্থির করাটা জরুরি। এরপর লক্ষ্যে পৌঁছানোর জন্যে রুটিন মাফিক প্রয়োজনীয় কাজ করে যেতে হবে। প্রোগ্রামিং এবং রিলেটেড প্রবলেম সলভিং-এ লেগে থাকতে হবে। চলার পথটা হয়তো সহজ হবে না, কিন্তু সব বাঁধা অতিক্রম করে সামনে এগিয়ে গেলে সাফল্য আসবেই বলেও মন্তব্য করেন তিনি।

দৈনিক দেশতথ্য//এল//