Print Date & Time : 2 July 2025 Wednesday 12:32 pm

ইনুর পক্ষ থে‌কে মিরপুরে উপজেলা শিল্পকলা একাডেমিতে বাদ্যযন্ত্র প্রদান

মিরপুর (কুষ্টিয়া) প্রতি‌নি‌ধি: গতকাল দুপু‌রে উপ‌জেলা অ‌ডিট‌রিয়া‌মে ইনু এম‌পির পক্ষ থে‌কে উপজেলা শিল্পকলা একাডেমিতে বাদ্যযন্ত্র প্রদান ও বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে মতবিনিময় সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মিরপুর ভেড়ামারা আসনের মাননীয় সংসদ সদস্য, জাসদ সভাপতি জননেতা হাসানুল হক ইনু এমপি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মিরপুর উপজেলার সহকারী কমিশনার ভুমি হারুন অর রশীদ, মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী, কুষ্টিয়া জেলা জাসদের যুগ্ম-সাধারন সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, মিরপুর উপজেলা জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কারশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ আফতাব উদ্দীন প্রমুখ। সভা পরিচালনা করেন মিরপুর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক।

দৈনিক দেশতথ্য//এল//