সিলেট অফিস: রাতভর নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির আসগার ও মহান আল্লাহর কাছে সারা বছরের ভুল-ভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে পালিত হলো পবিত্র শবে বরাত।
মুসলমানদের জন্য মহিমান্বিত এ রাতে সিলেটের হযরত শাহজালাল (রহ) মাজার মসজিদসহ সবগুলো মসজিদেই ছিল মুসল্লিদের ভিড়। নামাজ ছাড়াও মুসলমানরা তাদের আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করতেও ছুটে গেছেন কবরস্থানে।আল্লাহর অশেষ কৃপা লাভের আশায় অনেকে গরিব, এতিম, মিসকিনদের দান খয়রাতও করেছেন।শবে বরাত বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত। মহান আল্লাহ তাআলা এ রাতে বান্দাদের জন্য তার অশেষ রহমতের দরজা খুলে দেন।
মহিমান্বিত এ রাতে ইবাদত-বন্দেগি পালন করে রাত কাটান মুসলমানরা।মসজিদগুলোতে সন্ধ্যার পর থেকেই চলে মিলাদ, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত। গভীর রাত পর্যন্ত ইবাদত-বন্দেগিতে মগ্ন থাকেন মুসল্লিরা। অনেকে শব-ই-বরাত উপলক্ষে নফল রোজাও রাখেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৬ ফেব্রুয়ারী ২০২৪