Print Date & Time : 16 August 2025 Saturday 2:25 am

ইবিতে আল-ফিকহ এন্ড ল বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

ইরফান উল্লাহ, ইবি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আল ফিকহ অ্যান্ড ল বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত হয়।

এতে ওবিই (OBE) কারিকুলাম পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নবীন শিক্ষার্থীরা।
সোমবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ নিজস্ব আয়োজনে শিক্ষার্থীদের বরণ করে নেয়।

নবীন শিক্ষার্থীদের বরণ করতে সাজানো হয়েছে বিভাগের কক্ষগুলো।
আয়োজনের অংশ হিসেবে পরিচয় পর্ব, শিক্ষার্থীদের অনুভূতি, শিক্ষকদের দিক নির্দেশনামূলক বক্তব্য, নবীনদের ফুল, ওবিই (OBE) কারিকুলামসহ অন্যান্য উপহার সামগ্রী দিয়ে বরণ ছিল উল্লেখযোগ্য।

এসময় বিভাগের সভাপতি অধ্যাপক ড. আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইন অনুষদের ডীন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগের শিক্ষক অধ্যাপক ড. জাকারিয়া মজুমদার, অধ্যাপক ড. নাজিম উদ্দীন, অধ্যাপক ড. নুরুল ইসলাম, অধ্যাপক ড. নাছির উদ্দীন, অধ্যাপক ড. হামিদা খাতুন ও অধ্যাপক ড. আমজাদ হোসেন। এসময় তারা শিক্ষার্থীদের উদ্দেশ্য দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

প্রথম দিনের অনুভূতি জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ এন্ড ল বিভাগের নবীন শিক্ষার্থী মাহা স্বপ্ন মিতু বলেন, ১৭৫ একরে এসে আমি অভিভূত।
অনেক সুন্দর একটা ক্যাম্পাস। ইউনিভার্সিটির ভাইয়া আপুদের সহযোগিতায় আমরা অনেক সুন্দরভাবে ভর্তি কাজ সম্পন্ন করতে পেরেছি। বিভাগের শিক্ষকরা আমাদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন। আজকের দিনটি আমাদের নতুন করে পথ চলতে শেখাবে। আমাদের জন্য এতো সুন্দর একটা দিনের আয়োজনের জন্য আমার সিনিয়র ভাই এবং আপুদেরকে প্রতি কৃতজ্ঞতা।

আরেক শিক্ষার্থী আল আবি রায়হান বলেন, আজ খুবই আনন্দের একটি দিন। আমরা একঝাঁক স্বপ্ন নিয়ে আমাদের এইচএসসির পরে অ্যাডমিশন যাত্রা শুরু করেছিলাম। আজ আমি আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে, স্বপ্নের ডিপার্টমেন্টে এসেছি। এটা আল্লাহর অশেষ রহমত। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনেই আমাদের কোর্স কারিকুলাম দিয়েছে। এজন্য ডিপার্টমেন্টের সকলকে ধন্যবাদ জানাই।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. আলতাফ হোসেন বলেন, “একজন মানুষ হিসেবে দুনিয়াতে আসার পরে পড়া আরম্ভ করতে বলা হয়েছে। পড় তোমার প্রভুর নামে, জানো, শেখো।আজকে যে আমরা বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে এসেছি, এটিও একটা জানার জন্য এসেছি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? এটি সবার মনের মধ্যে প্রশ্ন জাগে। তোমার আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে, মহান সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন পৃথিবীর সেরা জীব মানুষ হিসেবে। মানুষের কিছু দায়-দায়িত্ব, কাজকর্ম রয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষা গ্রহণ করা।”

তবে ক্লাস শুরু হলেও বিশ্ববিদ্যালয়ে এখনো ৪৩টি আসন ফাঁকা রয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ৮টি অনুষদের অধীনে ৩৬টি বিভাগে মোট আসনসংখ্যা ২ হাজার ৪৪৭টি। এর মধ্যে ২ হাজার ৪০৪ শিক্ষার্থী চূড়ান্ত ভর্তি সম্পন্ন করেছেন। বর্তমানে ৪৩টি আসন ফাঁকা আছে। তবে ফাঁকা আসনের বিষয়ে বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল কমিটির মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখার উপ রেজিস্ট্রার শহীদুল ইসলাম।

এদিকে বিশ্ববিদ্যালয়কে র‌্যাগিংমুক্ত রাখতে ইতোমধ্যে মাইকিং করে র‌্যাগিং-বিরোধী প্রচার-প্রচারণা চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, “র‌্যাগিং বিরোধী প্রচারে আমরা বেশ কিছু কাজ হতে নিয়েছি। ইতোমধ্যে কিছু কাজ শুরু হয়েছে। র‌্যাগিং এর সাথে জড়িতদের বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।”