কবিতা আবৃত্তির মাধ্যমে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আত্মত্যাগকারী শহিদদের স্মরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। সোমবার দুপুরে আবৃত্তি বিষয়ক সংগঠন আবৃত্তি আবৃত্তি অনুষদ ভবন সংলগ্ন আমবাগানে এই অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে সংগঠনটির সদস্যরা ও আমন্ত্রিত অতিথিরা পর্যায়ক্রমে কবিতা পাঠ করেন।
এসময় আবৃত্তি আবৃত্তির সভাপতি নুরুল্লাহ মেহেদীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য ও কুষ্টিয়া আবৃত্তি পরিষদের সভাপতি আলম আরা জুঁই। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া আবৃত্তি পরিষদের সদস্য ফিরোজা খানম, শাহিদা পারভীন রেখা ও জেসমিন হোসেন।এছাড়া ইবি ঐক্যমঞ্চের আহ্বায়ক আখতার হোসেন আজাদ, ইবি আবৃত্তি আবৃত্তির সাবেক সভাপতি আইনুন নাহার, আলমগীর অভ্র কানন, সাবেক সহ-সভাপতি ওয়ারেসুন্নেছা মেমি, বর্তমান সাধারণ সম্পাদক হাওয়াতে জান্নাতসহ প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনটির কার্যনির্বাহী সদস্য আবু রায়হান ও সদস্য সাইফুন্নাহার লাকী। এ বিষয়ে সংগঠনটির সভাপতি নুরুল্লাহ মেহেদী বলেন, ধীরে ধীরে আমরা ভাষাশহিদদের শুধু ফেব্রুয়ারি মাসের মধ্যই সীমাবদ্ধ করে নিচ্ছি। বাংলা ভাষার মাঝে কথিত সৌন্দর্য বর্ধনের নামে ইংরেজি শব্দ ব্যবহার করে বাংলা ভাষার সঠিক সৌন্দর্য নষ্ট করে দিচ্ছি। আমাদের ভাষার সঠিক ব্যবহারের মাধ্যমে বাংলা ভাষা ও দেশকে সম্মানকে যেন সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে পারি এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই বার্তাই পৌঁছানোর চেষ্টা করেছি।
এবি//দৈনিক দেশতথ্য//০১ মার্চ,২০২২//

Discussion about this post