Print Date & Time : 29 July 2025 Tuesday 8:28 pm

ইবিতে গণঅভ্যুথানের অপরাধীদের তথ্য চেয়েছে তদন্ত কমিটি

ইবি প্রতিনিধি:গণঅভ্যুত্থানের আন্দোলনকে থমকে দিতে সাবেক স্বৈরাচার সরকারের বিভিন্ন বাহিনী এবং দলীয় ক্যাডার কর্তৃক সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তথ্য চেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তদন্ত কমিটি।

রোববার তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নুরুন্নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান করেন। এর আগে তারা বিভিন্ন বিভাগ, হল ও অফিসে তথ্য চেয়ে চিঠি দেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন দমনে সাবেক সরকারের বিভিন্ন বাহিনী এবং দলীয় ক্যাডার কর্তৃক ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, লুন্ঠন, অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী অপরাধের তদন্ত কাজে উপাচার্য একটি তদন্ত কমিটি গঠন করেছে।

তাই উক্ত তদন্ত কমিটিকে সহায়তার জন্য উপরোক্ত ঘটনাবলীর তথ্য-উপাত্ত যথাযথ প্রমাণকসহ আগামী ৯ অক্টোবরের মধ্যে কমিটির আহ্বায়কের নিকট যথাযথ প্রমাণসহ জমা দিতে বলা হয়েছে।