Print Date & Time : 26 April 2025 Saturday 10:53 am

ইবিতে গুচ্ছ সি ইউনিটের পরীক্ষায় ৯৬.১৮ শতাংশ উপস্থিতি

ইরফান উল্লাহ, ইবি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা।

শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন ও রবীন্দ্র-নজরুল কলা ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এতে ইবি কেন্দ্রের ১৩১০ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১২৬০ জন পরীক্ষার্থী। যা মোট পরীক্ষার্থীর ৯৬.১৮ শতাংশ।

পরীক্ষা চলাকালে হলগুলো পরিদর্শন করেন বিশ্ববিদালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাংগীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামানসহ অন্যান্যরা।

এদিকে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলো কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার পুলিশ ফোর্স, র‍্যাব, গোয়েন্দা সংস্থা, ট্রাফিক ও পুলিশ এর পাশাপাশি শিক্ষার্থীদের সহযোগিতায় সার্বক্ষণিক নিয়োজিত ছিল বিএনসিসি ও রোভার স্কাউটস গ্রুপের সদস্যরা। এবং যেকোনো ধরনের অপরাধ দমনে মনিটরিংয়ে ছিলো ভ্রাম্যমান আদালত। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও রাজনেতিক ছাত্রসংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সহায়তায় বুথ স্থাপন করা হয়।

পরীক্ষা শেষে নিরাপত্তা কমিটির আহ্বায়ক ও প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ভর্তি পরীক্ষা মোটামুটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো সমস্যা হয় নি। শিক্ষার্থীরাও সুন্দরভাবে পরীক্ষা দিতে পেরেছে।

উপাচার্য নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বিগত বছরগুলোতে আমরা এতো সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করতে দেখিনি। সকল ছাত্র সংগঠন এখানে পরীক্ষার্থীদের সাহায্য করতে এগিয়ে এসেছে। এই মিল বন্ধনও আমরা আগে দেখিনি। এখন পর্যন্ত আমার কানে কোন অসঙ্গতির খবর আসেনি।