ইসলামী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা স্মরণে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস ২০২২ পালিত হয়েছে৷
দিনটি পালন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচি অনুযায়ি ২১ আগস্ট সকাল সাড়ে ৯ টায় প্রশাসন ভবন চত্বর থেকে এক প্ৰতিবাদ র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জীয় মুজিব ম্যুরালে শেষ হয়। র্যালি শেষে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এসময় তাঁর সাথে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভার:) এইচ.এম.আলী হাসান।
ভাইস চ্যান্সেলরের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে ইসলামী বিশ^বিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন পরিষদ, শাপলা ফোরামসহ বিভিন্ন ফোরাম ও ইউনিট, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলসহ বিভিন্ন হল, বিভিন্ন বিভাগ, বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখাসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ১ মিনিট নিরবত পালন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় ।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ২১.০৮.২০২২//