Print Date & Time : 21 May 2025 Wednesday 7:43 am

ইবিতে ছাত্রলীগ নেতাকে আটক করে থানায় সোপর্দ

ইরফান উল্লাহ, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা আটক হয়েছেন। আটককৃত শাহারিয়ার হিমেল (২২) বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক।

মঙ্গলবার (২০ মে) সাড়ে ১২টায় পরীক্ষারত অবস্থায় টিএসসিসি থেকে তাকে আটক করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সহায়তায় তাকে থানায় সোপর্দ করা হয়।

জানা যায়, হিমেল বিভাগের ড্রয়িং পরীক্ষায় অংশগ্রহণের জন্য এসেছিলেন। আন্দোলনের সময় ফেসবুকে বিভিন্ন সময় আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন বলে অভিযোগ শিক্ষার্থীদের। এ ছাড়া নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহ-সম্পাদক থাকাকালীন বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল বলে অভিযোগ রয়েছে।

আটককৃত শাহরিয়ার হিমেল বলেন, আমি আন্দোলনের সময় শিক্ষার্থীদের গ্রাফিতি করেছিলাম। এরপরও আমার সঙ্গে এমনটি করা হয়েছে। আমার সঙ্গে অন্যায় করা হয়েছে।

এ বিষয়ে ইবি থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, ‘তাকে শিক্ষার্থীরা থানায় দিয়েছেন। সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে সম্পৃক্ত বলে জেনেছি। পরবর্তীতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’