Print Date & Time : 5 May 2025 Monday 1:49 pm

ইবিতে জাকজমকপূর্ণভাবে শেখ রাসেল দিবস উদযাপন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শেখ রাসেলের ৬০তম জন্মদিন উদযাপন করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) শেখ রাসেল হল চত্বরে শেখ রাসেলের ভাস্কর্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও বেলুন উড়িয়ে শেখ রাসেল দিবস উদ্বোধন করা হয়।

পরে শেখ রাসেল হলের হলরুমে বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী শেখ রাসেল হল। আলোচনা সভা শেষে শেখ রাসেলের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম আলী হাসানসহ বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক  ড. শেখ আবদুস সালাম বলেন, ‘অল্প বয়সেও চারিত্রিক মাধুর্যতা ও বিনয়ীভাব ছিলো শেখ রাসেলের মধ্যে। শেখ রাসেল ছিলো অন্য আর দশটা শিশুদের থেকে আলাদা। বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় কার্যক্রমের মধ্যে দিয়ে শেখ রাসেলকে দেশ পরিচালনার উপযোগী করে গড়ে তোলা হচ্ছিলো। ছোটবেলা থেকেই রাসেল ছিলো শান্ত।’

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৭ অক্টোবর  ২০২৩