কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পঞ্চম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ডিপার্টমেন্টের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম।
ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালযয়ের ভিসি প্রফেসর ডক্টর শেখ আব্দুস সালাম। বিশেষ অথিতি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেইন ভূঁইয়া, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের দ্বীন প্রফেসর মোঃ সাইফুল ইসলাম ডিপার্টমেন্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর মোঃ মাহবুবুল আরফিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বাংলাদেশ ডিস্ট্রিবিউশন এসোসিয়েশনের সভাপতি ও সুরেকা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী অজয় সুরেকা উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য ,১৪ ফেব্রুয়ারী ২০২৩

Discussion about this post