Print Date & Time : 21 August 2025 Thursday 12:36 pm

ইবিতে নবীন বরণ অনুষ্ঠান

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদে বুধবার বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষের স্নাতক(সম্মান) শ্রেনীর ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়। নবীন বরণ অনুষ্ঠানে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মিন্নাতুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও জীব বিজ্ঞান অনুষদের প্রফেসর ড. মোঃ আব্দুস সামাদ। নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষক প্রফেসর ড. মহাঃ আনোয়ারুল হক, প্রফেসর ড. নিলুফা আখতার বানু, সহযোগী অধ্যাপক ড. অঞ্জনা পারভীনসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আবু হেনা মোস্তফা জামাল। 

এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ২৩,২০২২//