ইরফান উল্লাহ, ইবি :প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
এসময় তারা আইন উপদেষ্টার পদত্যাগের দাবি জানান।
সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীদের হাতে ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘পারভেজ হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই’সহ বিভিন্ন লেখা সংবলিত প্লাকার্ড দেখা যায়।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘ ৫ আগস্টের পর থেকেই বিভিন্ন জায়গায় ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড হচ্ছে। যা প্রমাণ করে এই দেশে এখনও আওয়ামী দোসররা বিরাজমান। যারা দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে তাদের প্রতিহত করার জন্য ছাত্র সমাজ সবসময় প্রস্তুত। আমরা এখান থেকে সরকারের কাছে আহ্বান করছি দ্রুত সময়ের মধ্যে পারভেজ হত্যার বিচার করতে হবে। নিত্যদিন হত্যা আর ধর্ষণের শিকার সাধারণ মানুষ। এখনও পর্যন্ত আইন উপদেষ্টা আসিফ নজরুল তাদের দৃষ্টান্তমূলক কোনো শাস্তি দিতে পারেননি। তিনি এইসব ঘটনার যথাযথ বিচার না করতে পারলে আমরা তার পদত্যাগের দাবি জানাচ্ছি।’
সহ-সমন্বয়ক গোলাম রাব্বানী বলেন, ‘আমরা ২৪ এর আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারেকে উৎখাত করতে পারলেও রাষ্ট্রের প্রতিটি স্তরে এখনো তাদের দোসররা বসে আছে। রাষ্ট্রে বসে থাকা এইসব ফ্যাসিবাদ থেকে আমরা এখনো মুক্তি পাইনি। যার ফলে একের পর এক হত্যাকান্ডের ঘটনা ঘটছে। এমনকি এসকল ঘটনার দৃষ্টান্তমূলক কোনো বিচার আমরা দেখতে পাইনি। উপদেষ্টা আসিফ নজরুলকে আহ্বান করছি এই ধরনের হত্যাকাণ্ডের বিচার দ্রুত কার্যকর করুন।’