Print Date & Time : 5 July 2025 Saturday 6:00 am

ইবিতে ভর্তি পরীক্ষা ২ মার্চ

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্নাতক (সম্মান) শ্রেণিতে চারুকলা বিভাগে ভর্তিচ্ছুদের ব্যবহারিক পরীক্ষা দোসরা মার্চ অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা ১১টায় রবীন্দ্র নজরুল কলাভবনে পরীক্ষা শুরু হবে।
বৃহস্পতিবার বিভাগীয় সভাপতি প্রফেসর ড. মামুনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুচ্ছভূক্ত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের যারা চারুকলা বিভাগে আবেদন করেছে তারা পরীক্ষায় অংশ নিতে পারবে। পরীক্ষার্থীদেরকে অঙ্কনের কাগজ সরবরাহ করা হলেও পেন্সিল, রাবার ও আনুসঙ্গিক জিনিসপত্র সঙ্গে আনতে হবে।
পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে হলে প্রবেশ করতে হবে। পরীক্ষার্থীদেরকে অবশ্যই গুচ্ছভূক্ত ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র এবং চারুকলা বিভাগে ব্যবহারিক পরীক্ষার আবেদনের ‘acknowledgement slip’ সঙ্গে আনতে হবে।

দৈনিক দেশতথ্য//এল//