কুষ্টিয়া প্রতিনিধি: ‘প্রস্তাবিত বাজেট ২০২২-২৩-এ শিক্ষাখাতে বরাদ্দ ; প্রত্যাশা ও প্রাপ্তি “-শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
মঙ্গলবার সকাল সকাল ১০টায় ইবি ক্যাম্পাসস্থ টিএসসি ভবনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক প্রতীক কুমার গুণের সভাপতিত্বে এবং মোস্তাসিম জোবায়ের জয়ের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মুইদ রহমান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদক কমরেড জনার্দন দত্ত নান্টু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সুহাইল আহমেদ শুভ।আরো উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক কমরেড শফিউর রহমান শফি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশিব রহমান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক লাবনী সুলতানাসহ নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাধারন সম্পাদক আজিজুল হক পিয়াস সহ নেতৃবৃন্দ।
আলোচকবৃন্দ বলেন, প্রস্তাবিত বাজেটে শিক্ষাখাতের বরাদ্দ পর্যাপ্ত নয়। প্রতিবছর বাজেটের আকার বাড়ছে তবে তুলনামূলক হারে বিশ্লেষণ করলে দেখা যায় সেই বরাদ্দ অতি নগন্য এবং ধীরে ধীরে সেই পরিমাণটা কমছে। স্বাধীনতার পর ১৯৭২ সালে বাজেটে বরাদ্দ ছিলো মোট বাজেটের ২২ ভাগ। ২০১৯-২০ অর্থবছরের বাজেটে সেই পরিমাণ ১৫.২ শতাংশে এসে দাড়ায়। এবং করোনা মহামারির সময়ে দুটি অর্থবছরে ২০২০-২১ ও ২০২১-২২ এ শিক্ষা খাতের বরাদ্দ ছিলো যথাক্রমে ১১.৬৯ শতাংশ এবং ১১.৯২ শতাংশ। সুতরাং দেখা যাচ্ছে বাজেটের আকার যে পরিমাণে বেড়েছে শিক্ষা খাতের বরাদ্দ তার তুলনায় কমেছে।
৩৫% স্কুলশিক্ষার্থী ঝরে পড়েছে এবং ১৬% আর শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরতে পারবে না। এইযে বিপুল পরিমাণ শিক্ষার্থী স্কুলে ফিরতে পারছে না তার প্রধান কারণ শিক্ষাখাতে বরাদ্দের অপ্রতুলতা।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post