ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি), ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামকে অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন বিভাগের শিক্ষার্থীরা। এসময় তার বিরুদ্ধে শিক্ষার্থীরা বিভিন্ন অভিযোগ তোলে।
বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লামিয়া হোসেন জানান, ‘আমি প্রতিনিয়ত আতঙ্কে থাকতাম। দুইদিন বিভাগে না যাওয়ায় আমাকে ফ্যানের সাথে ঝুলিয়ে পিটাতে চেয়েছেন। মেয়ে শিক্ষার্থীদের পোশাক, পরিবার ও চেহারা নিয়ে প্রতিনিয়ত বাজে মন্তব্য করেন। কোন মেয়ে লিপিস্টিক দিয়ে আসছে, জিন্সের প্যান্ট পরে আসছে দিস ইজ হিজ প্রবলেম। তিনি আমাদের স্বাধীনতাটুকু কেড়ে নিয়েছেন। বিভাগের মেয়েদের ওপেন গালিগালাজ করেন। মেয়েদের মাগী বলে সম্বোধন করেন।’
রবিবার (০৭ অক্টোবর) দুপুর ১টায় রবীন্দ্র-নজরুল কলা ভবনের সামনে থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। পরে প্রধান ফটকে তালা দিয়ে প্রতিবাদ করেন শিক্ষার্থীরা। দেড় ঘন্টা অবরোধের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মাদ নসরুল্লাহ’র সাথে আলোচনায় বসেন তারা।
এর আগে প্রধান ফটক অবরোধকালে প্রক্টর ড. শাহীনুজ্জামান, সহকারী প্রক্টর ড. আব্দুল বারী ও ড. খাইরুল ইসলাম উপস্থিত ছিলেন। এসময় প্রক্টরিয়াল বডি শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে বসে আলাপের প্রস্তাব দিলে তারা প্রত্যাখান করে শহরমুখী বাসগুলো আটকে দেয় ।
বিভাগের ছাত্র হৃদয় জানান, ‘একজন শিক্ষক কখনো অন্যের ব্যক্তিগত বিষয়ে মেন্টালি অ্যাটাক করতে পারেনা না। কিন্তু তিনি সকল শিক্ষার্থীর সাথে, কোথায় থাকবো, কোথায় আড্ডা দেবো, কোন হলে থাকবো, এসব নিয়ে বাড়াবাড়ি করতেন।’
এসময় শিক্ষার্থীরা ”হাফিজ হটাও, ডিএস বাঁচাও, হাফিজের দুই গালে জুতা মারো তালে তালে’ সহ নানা স্লোগান দিতে থাকেন।
সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেো পাওয়া যায়নি
বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আতিফা কাফি বলেন, আমি লিখিত অভিযোগ এখনও পাইনি। উপাচার্য স্যার তদন্ত কমিটির আশ্বাস দিয়েছেন। তদন্ত কমিটি পরবর্তী পদক্ষেপ নিবে।

Discussion about this post