Print Date & Time : 5 July 2025 Saturday 5:55 am

ইবিতে সেমিনার অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে “ইসলামের দৃষ্টিতে ইয়াতিমের অধিকার” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে গবেষক মারুফ বিল্লাহ এর পি.এইচ.ডি. এর প্রথম সেমিনার আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর ড. এম. এয়াকুব আলী। প্রধান অতিথি ছিলেন ধর্মতত্ব অনুষদের ডিন প্রফেসর ড. এরশাদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের গবেষনা সুপারভাইজার প্রফেসর ড. তাহির আহমদ। আলোচনায় অংশ নেন আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. ফারুক আহমদ ও প্রফেসর ড. রাশেদুজ্জামান। সার্বিক পরিচালনায় ছিলেন সেমিনার কমিটির আহ্বায়ক প্রফেসর ড. ছিদ্দিকুর রহমান আশ্রাফী।

দৈনিক দেশতথ্য//এল//