Print Date & Time : 10 May 2025 Saturday 3:22 pm

ইবিতে হল ছাড়ার নির্দেশ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  

ইরফান উল্লাহ, ইবি প্রতিনিধি : চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থদেরকে হল ত্যাগের নির্দেশ দিয়েছে ইসলামী বিশ্বদ্যিালয় (ইবি) প্রশাসন। 

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এতে ভোগান্তিতে পড়ছেন হলে অবস্থানরত শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ২৬৪তম জরুরি  সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপন সূত্রে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের  দুপুর ১টার মধ্যে ছাত্রদের  ও ১৮ জুলাই সকাল ১০টার মধ্যে  ছাত্রীদের হল ছাড়তে হবে।

এর আগে গতকাল কোটা আন্দোলনকারীদের বিভিন্নভাবে হুমকির অভিযোগ উঠে শাখা ছাত্রলীগের উপর। এতে রাত থেকেই  হলে অবস্থানরত শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক বিরাজ করে।  হল ছাড়ার নির্দেশের পূর্বেই হল ছাড়তে দেখা যায় শিক্ষার্থীদের।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৭ জুলাই ২০২৪