ইরফান উল্লাহ, ইবি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় ব্যবসায় প্রশাসন অনুষদের ৬ষ্ঠ তলায় বিভাগটির হলরুমে এ সংবর্ধনা আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক শেলিনা নাসরীন, বিভাগটির সভাপতি সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক জেসমিন আক্তার, প্রভাষক ইয়ামিন মাসুম, প্রভাষক নাছির মিয়া-সহ বিদায়ী শিক্ষার্থী এবং বিভাগের অন্যান্য ব্যাচের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে অনাগত ভবিষ্যতে স্বাগত জানানো হয়। এদিকে বিদায়ী শিক্ষার্থীরা বিভাগের ল্যাবরেটরিতে উপহারস্বরূপ স্মৃতি ধরে রাখতে কেবিনেট প্রদান করে।
বিদায়ী শিক্ষার্থীরা বক্তব্যকালে বলেন, ক্লাসরুমের সংকটে অন্য বিভাগে অতীতে আমরা একাডেমিক কার্যক্রম করেছি। পরবর্তীতে নিজস্ব ক্লাসরুম পেলেও তীব্র তাপদাহে আজও ক্লাস করতে হচ্ছে। ভবনের উপরতলায় হওয়ায় পরীক্ষা ও ক্লাসে শিক্ষার্থীরা প্রায়ই অসুস্থ হয়ে পড়ে। এক্ষেত্রে প্রশাসনের সুনজর জরুরি। তাছাড়া তীব্র শিক্ষক সংকটে ভুগছে বিভাগটি। মাত্র পাঁচজন শিক্ষককে নিয়ে হিমশিম খেতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের।
বক্তব্যকালে বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম বলেন, জীবনে সফলতার পথে ন্যায় এবং সত্যের প্রতি তোমরা সবসময় বলিষ্ঠ থাকবে। শিক্ষার্থীদের যদি কখনো বিভাগের সহযোগিতা প্রয়োজন হয়, তবে যেকোনো সহযোগিতা করতে আমরা এগিয়ে আসব। তোমাদের নানান স্মৃতিচিহ্নগুলো বিভাগে সংরক্ষিত থাকবে। বিভাগের এলামনাই হিসেবে আগামীতে তোমরা থাকবে।
ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক শেলিনা নাসরীন বলেন, আগামীতে তোমরা তোমাদের ভবিষ্যতকে বিকশিত করবে। জীবনের এই পর্যায়ে অনেক ভুল করার মধ্য দিয়েই আগামীতে অনেক সাফল্যের চূড়ায় উঠবে। অসংখ্য সুযোগ তোমাদের অপেক্ষায় রয়েছে, শুধু নিজেকে খাপ খাইয়ে এগিয়ে নিতে হবে। আজকে চাইলেও তোমাদেরকে আর ধরে রাখার সুযোগ নেই।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভাগটির শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়।