ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ধর্মতত্ব অনুষদের ‘ডি’ ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার ৪ এপ্রিল এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ সংক্রান্ত ভর্তি বিজ্ঞপ্তি এবং ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনাবলীও প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
আগামী ১জুন থেকে ৩ জুন পর্যন্ত নেওয়া হবে সাক্ষাৎকার । প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের মেধাক্রম অনুসারে ৩২০ টি শূন্য আসনের বিপরীতে সাক্ষাৎকার নেওয়া হবে।
ভারপ্রাপ্ত রেজিষ্টার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞতিতে এ তথ্য জানা যায় । এতে বলা হয়েছে, অফিস চলাকালীন সময়ে অনুষদ ভবনের ৪র্থ তলায় “ডি” ইউনিটের সমন্বয়কারীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকার সভায় উপস্থিতির ভিত্তিতে চূড়ান্ত ভর্তির অনুমতিপত্র প্রদান করা হবে।
সাক্ষাৎ পরে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে, জুলাইয়ের ০৩ হতে ০৯ অফিস চলাকালীন সময়ে প্রাপ্ত বিভাগ থেকে ভর্তি ফরম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করতে হবে।
বিভাগীয় সভাপতি, ডিন মহোদয় ও হল প্রভোস্টের স্বাক্ষরসহ সকল প্রকার ফি পরিশোধ করে একাডেমিক শাখার সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। নিদিষ্ট সময়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে না পারলে পরবর্তীতে ভর্তি হওয়ার আর কোনো সুযোগ থাকবে না।
কোন শিক্ষার্থী বিভাগ পরিবর্তন করতে চাইলে ভর্তি আগামী ১০ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবে। আবেদনের যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট জমা দিতে হবে।
আসন খালি থাকা সাপেক্ষে ২য় মেধা তালিকার প্রকাশ করা হবে। সাক্ষাৎকার সংক্রান্ত তথ্য ওয়েবসাইটে (www.iu.ac.bd) বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৮ মে ২০২৪

Discussion about this post