Print Date & Time : 27 July 2025 Sunday 8:20 pm

ইবির ধর্মতত্ব অনুষদে নতুন বিভাগ চালু করার আশ্বাস

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদে নতুন বিভাগ চালু করার আশ্বাস দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ধর্মতত্ব অনুষদের শিক্ষার্থীদের সাথে নব নিযুক্ত উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

এ সময় তিনি বলেন, ইসলামিক জ্ঞান এবং আধুনিক জ্ঞানের সমন্বয় করে যে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছে সে বিশ্ববিদ্যালয়ে অবশ্যই ইসলামী শিক্ষা, গবেষণাকে অবশ্যই প্রাধান্য দেওয়া হবে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে চরিত্রের দিকে এগিয়ে যাওয়া উচিত সে চরিত্রের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবো। এসময় তিনি সকল শিক্ষক-শিক্ষার্থীর দাবি যৌক্তিক দাবি করে সুপরিকল্পিত ভাবে নতুন বিভাগ খোলার আশ্বাস দেন।

সভায় ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। আরো উপস্থিত ছিলেন আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি ড. নাছির উদ্দিন মিঝি, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. অলি উল্যাহ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. আকতার হোসেনসহ পাঁচ শতাধিক সাধারণ শিক্ষার্থী।

এসময় শিক্ষার্থীরা ধর্মতত্ব অনুষদের অন্তভূক্ত নতুন বিভাগ খোলা, অনুষদের নাম পরিবর্তন ও সার্বিক সংস্কার, শিক্ষক নিয়োগ ও আইসিটিতে দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন দাবি জানান।