ইবি প্রতিনিধি : ইসলামী বিশ^বিদ্যালয়ের নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমানকে সোমবার সকালে তাঁর অফিসকক্ষে বিশ^বিদ্যালয়ের কর্মকর্তা সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান কর্মকর্তাদের উদ্যোশে বলেন, আপনাদের উপর অর্পিত দায়িত্বগুলো যথাযথভাবে সততা, নিষ্ঠা, দায়িত্ববোধের মধ্যে থেকে পালন করতে হবে। দিনশেষে আমাদের সকলকেই মনে রাখতে হবে আমাদের রুটিরুজিটা যেন ঠিকমতো হালাল হয়। কর্মকর্তা সমিতির সাধারন সম্পাদক ও আন্তঃ বিশ^বিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহাসচিব মীর মোর্শেদুর রহমানের সঞ্চালনায় শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানের বক্তরে্য প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান আরো বলেন, আপনাদের যোক্তিক দাবি দাওয়া ও ন্যায্য প্রাপ্ততা এমনিতেই পাবেন। আইনের মধ্যে থেকে আইগতভাবেই সবকিছু হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেজিস্ট্রার(ভারঃ) মোঃ আতাউর রহমান, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোঃ সোহেল, পরীক্ষা নিয়ন্ত্রক(ভারঃ) মোঃ আবুল কালাম আজাদ, জনসংযোগ অফিসের উপ-পরিচালক মোঃ আতাউল হক, এস্টেট অফিসের উপ-রেজিস্ট্রার মোঃ টিপু সুলতান, ইবি বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি মোঃ আব্দুর রশীদ বকুল প্রমুখ। ফলেল শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন কর্মকর্তা সমিতির সভাপতি মোঃ শামসুল ইসলাম জোহা। অনুষ্ঠানে সকল স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য মহামান্য রাষ্ট্রপতি ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ গত ৩০ জুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমানকে নিয়োগ প্রদান করেন।

Print Date & Time : 27 July 2025 Sunday 11:43 am