Print Date & Time : 12 May 2025 Monday 7:11 pm

ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯১ শতাংশ উপস্থিতি

ইরফান উল্লাহ, ইবি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ মে) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দুটি ভবনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় ২০২৪ জন ভর্তিচ্ছু আবেদন করেন, যার মধ্যে অংশগ্রহণ করেছেন ১৮২৮ জন। যা মোট পরীক্ষার্থীর ৯১ শতাংশ।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।

‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আবম সিদ্দিকুর রহমান আশ্রাফী জানান, “ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রায় ৯১ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।”