Print Date & Time : 11 May 2025 Sunday 4:19 am

ইবি থানা পরিদর্শনে কুষ্টিয়ার এসপি

কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম বুধবার (২৫ মে) সকাল সাড়ে ১০ টায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানা বার্ষিক পরিদর্শন করেছেন।

তিনি থানা ভবন, ফোর্সের ব্যারাক ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা সরেজমিনে পরিদর্শন করে অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন।

তিনি থানার গুরুত্বপূর্ন রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনিন্দন কার্যক্রম পর্যবেক্ষন, মালখানা ও হাজত খানা, সরকারী অস্ত্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন। সুষম দাপ্তরিক কর্মবন্টন, সেবা প্রত্যাশীদের প্রতি যথাযথ সেবা প্রদানের প্রচেষ্টা অব্যাহত, সরকারী সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ, বিভাগীয় লক্ষ্য অর্জনে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন।

এছাড়া থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন, থানায় আগত সেবাপ্রার্থীদের গুনগত সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

থানা পরিদর্শনের শেষ পর্যায়ে এলার্ম প্যারেডের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মোঃ আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, মোহা: মোস্তাফিজুর রহমান, অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর তদন্ত, ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ৮টি বিটে নিয়োজিত বিট অফিসার ও অন্যান্য পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

এবি//দৈনিক দেশতথ্য//মে ২৫,২০২২//