সভাপতি রাজ, সম্পাদক মাসুম
ইসলামি বিশ্ববিদ্যালয় থানা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি২০২২ গঠিত হয়েছে। ই,বি থানা প্রেসক্লাবের ২০২২ সালের বার্ষিক সাধারণ সভায় এ কমিটি অনুমোদন লাভ করে।
শুক্রবার ২৩ ডিসেম্বর সন্ধ্যা ৬ ঘটিকার সময় ইবি থানা প্রেসক্লাবের ২০২২ সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি রাজ্জাক মাহমুদ রাজ এর সভাপতিত্বে বৃত্তিপাড়া বাজার বনিক সমিতির অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরু থেকে শেষ পর্যন্ত অত্যান্ত আনন্দঘন পরিবেশে সভাটি শেষ হয়েছে। বার্ষিক সাধারণ সভায় ২০২৩ সালের ১ বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠিত হয়েছে। ই,বি থানা প্রেসক্লাবের ২১সদস্য বিশিষ্ট সমঝোতা কমিটির মাধ্যমে গঠিত এ কমিটির সভাপতি নির্বাচিত হন রাজ্জাক মাহমুদ রাজ ও সাধারণ সম্পাদক মোঃ মাসুম রহমান।
সভার শেষ পর্যায়ে এসে ২০২৩ সালের পূর্নাঙ্গ কমিটি সহ উপদেষ্টা পরিষদ, সদস্য যাচাই – বাচাই কমিটি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটি ও অবকাঠামো উন্নয়ন কমিটি ঘোষণা করেন। পূর্নাঙ্গ কমিটি নিম্নরূপঃ
সভাপতি রাজ্জাক মাহমুদ রাজ, সহ-সভাপতি রেজা আহাম্মেদ জয়, মোজাম্মেল হক, বাদশা আলমঙ্গীর, রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক মোঃ মাসুম রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, আল-মামুন, সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, প্রচার প্রকাশনা সম্পাদক রাকিব হোসেন, দপ্তর সম্পাদক রাজু আহাম্মেদ, কোষাধ্যক্ষ আবদুর রহমান সাগর, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জুয়েল রানা, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষায়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, নির্বাহী সদস্য- সোহানুর রহমান, তিতাস আহাম্মেদ, মোঃ জসিম, মুন্না সরকার, সুজন, তোতা, ইসান।
সদস্য ও উপদেষ্টা মন্ডলীঃ ১। আবু বক্কর সিদ্দিক ( দৈনিক সময়ের কাগজ), ২।শামসুল আললম স্বপন ( দৈনিক আমাদের সময়), ৩।নুরনবী বাবু ( দৈনিক সময়ের কাগজ), ৪।জহিদুল ইসলাম ( নিউজ ২৪), ৫।শেখ হাসান (বেলাল আর টি ভি), ৬। শাহরিয়ার রিমন রুবেল ( দৈনিক সত্যখবর), ৭। সাজ্জাত রানা ( দৈনিক সমকাল), ৮। এস এম মাহিন ( দৈনিক বজ্রপাত কুষ্টিয়া), ৯।ড. শহনেয়াজ ( দৈনিক সকালের সময়), ১০। আব্দুলা জোয়াদ ( সম্পাদক ছায়ালোক), ১১। এস এম তুষার।
ই,বি থানা প্রেসক্লাবের সমঝোতার সাথে সাথে উপস্থিত সকলে করতালি দিয়ে এই কমিটিকে সমর্থন জানান।

Discussion about this post