ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি কার্যনির্বাহী কমিটি-২০২২ এর দায়িত্বগ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনে অবস্থিত শিক্ষক সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ও সদ্যবিদায়ী সভাপতি পরষ্পরকে ফুল ও ক্রেস্ট প্রদান করেন। এরপর সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক নবনির্বাচিত সাধারণ সম্পাদককে ফুল ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে অভিবাদন জানান। পরে বিদায়ী ও নির্বাচিত কমিটির সদস্যদের ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়। শিক্ষক সমিতির সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন। এসময় উপস্থিত ছিলেন- নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, সাবেক সভাপতি অধ্যাপক ড. কে এম মতিনুর রহমান, সদ্যবিদায়ী সহ-সভাপতি অধ্যাপক ড. মেহের আলী, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন প্রমুখ। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর বিশ্বিবদ্যালয় শিক্ষক সমিতি কার্যনির্বাহী কমিটি-২০২২ এর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতিসহ ১০ পদে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষক প্যানেল জয়লাভ করে। আর সাধারণ সম্পাদকসহ ৫ পদে আওয়ামীপন্থী শিক্ষকরা জয়লাভ করেন।

Print Date & Time : 5 July 2025 Saturday 7:20 am