Print Date & Time : 20 April 2025 Sunday 8:48 am

ইবি শিক্ষার্থীদের রাত ৮টার পর ল্যাব ব্যবহারে নিষেধাজ্ঞা

ইরফান উল্লাহ, ইবি : উপর মহলের নির্দেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রাত ৮টার পর বিভিন্ন বিভাগের ল্যাব ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে।

বিভাগের অনুমতি থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের ল্যাব থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা।

শনিবার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব। সংগঠনটি গবেষণার কাজে নিরবচ্ছিন্ন ল্যাব ব্যবহার নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান। একইসাথে দিনে ২৪ ঘণ্টা ও সপ্তাহে সাতদিন ল্যাব খোলা রাখার দাবি জানিয়েছেন তারা।

বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি), ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগসহ একাধিক বিভাগে আধুনিক গবেষণাগার রয়েছে, যা সার্বক্ষণিক (২৪/৭) গবেষণার উপযোগী হিসেবে নির্ধারিত। এসব ল্যাবে শিক্ষার্থীরা নিয়মিত স্লট অনুযায়ী রাত-দিন কাজ করে থাকেন।

তাদের দাবি, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগ থেকে উপরের নির্দেশনার কথা বলে রাত ৮টার পর ল্যাবে শিক্ষার্থীদের কাজ করতে বাঁধা দেওয়া হচ্ছে। এমনকি বিভাগের অনুমতি থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের ল্যাব থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে।

বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সভাপতি ইজমাতুল ফেরদৌস ও সাধারণ সম্পাদক জুনাইদুল মোস্তফা স্বাক্ষরিত বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের নির্দেশনা শুধু নিয়মের অপপ্রয়োগ নয়, বরং শিক্ষার্থীদের স্বপ্ন ও গবেষণাকেন্দ্রিক প্রয়াসে সরাসরি প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বর্তমান উপাচার্য দায়িত্ব গ্রহণের পর শিক্ষার্থীবান্ধব বেশ কিছু উদ্যোগ নিয়েছেন, যার মধ্যে লাইব্রেরিতে শিক্ষার্থীদের অবস্থানের সময়সীমা বৃদ্ধি ও ক্যাম্পাস ডিজিটালাইজেশন অন্যতম। কিন্তু ল্যাবে প্রবেশে এই বিধিনিষেধ সেই ইতিবাচক ধারার সঙ্গে সাংঘর্ষিক।

এবিষয়ে উপাচার্য নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন,
আমি এই বিষয়ে অবগত নই। সংশ্লিষ্ট বিভাগ ও ল্যাব ডিরেক্টর ভালো বলতে পারে। এবিষয়ে খোঁজ নিব।

ইবি শিক্ষার্থীদের রাত ৮টার পর ল্যাব ব্যবহারে নিষেধাজ্ঞা

ইরফান উল্লাহ, ইবি : উপর মহলের নির্দেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রাত ৮টার পর বিভিন্ন বিভাগের ল্যাব ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে।

বিভাগের অনুমতি থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের ল্যাব থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা।

শনিবার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব। সংগঠনটি গবেষণার কাজে নিরবচ্ছিন্ন ল্যাব ব্যবহার নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান। একইসাথে দিনে ২৪ ঘণ্টা ও সপ্তাহে সাতদিন ল্যাব খোলা রাখার দাবি জানিয়েছেন তারা।

বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি), ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগসহ একাধিক বিভাগে আধুনিক গবেষণাগার রয়েছে, যা সার্বক্ষণিক (২৪/৭) গবেষণার উপযোগী হিসেবে নির্ধারিত। এসব ল্যাবে শিক্ষার্থীরা নিয়মিত স্লট অনুযায়ী রাত-দিন কাজ করে থাকেন।

তাদের দাবি, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগ থেকে উপরের নির্দেশনার কথা বলে রাত ৮টার পর ল্যাবে শিক্ষার্থীদের কাজ করতে বাঁধা দেওয়া হচ্ছে। এমনকি বিভাগের অনুমতি থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের ল্যাব থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে।

বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সভাপতি ইজমাতুল ফেরদৌস ও সাধারণ সম্পাদক জুনাইদুল মোস্তফা স্বাক্ষরিত বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের নির্দেশনা শুধু নিয়মের অপপ্রয়োগ নয়, বরং শিক্ষার্থীদের স্বপ্ন ও গবেষণাকেন্দ্রিক প্রয়াসে সরাসরি প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বর্তমান উপাচার্য দায়িত্ব গ্রহণের পর শিক্ষার্থীবান্ধব বেশ কিছু উদ্যোগ নিয়েছেন, যার মধ্যে লাইব্রেরিতে শিক্ষার্থীদের অবস্থানের সময়সীমা বৃদ্ধি ও ক্যাম্পাস ডিজিটালাইজেশন অন্যতম। কিন্তু ল্যাবে প্রবেশে এই বিধিনিষেধ সেই ইতিবাচক ধারার সঙ্গে সাংঘর্ষিক।

এবিষয়ে উপাচার্য নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন,
আমি এই বিষয়ে অবগত নই। সংশ্লিষ্ট বিভাগ ও ল্যাব ডিরেক্টর ভালো বলতে পারে। এবিষয়ে খোঁজ নিব।