কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় উচ্চ আদালতের নির্দেশে কুষ্টিয়া জেলা প্রশাসনের তত্ত¡াবধানে ঘটনার সুষ্ঠু ও প্রভাবমুক্ত নিরপেক্ষ তদন্তে আরও একটি ৩সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। রবিবার বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের তত্ত¡াবধানে এই তদন্ত কমিটি গঠন করা হয় বলে কুষ্টিয়া জেলা প্রশাসন সূত্রে নিশ্চিত করেছেন।
কমিটিতে রয়েছেন- জ্যেষ্ঠ্য বিচারিক হাকিম মাহমুদা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আ ন ম আবুজর গিফারি এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক শাহবুব আলম।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আ ন ম আবুজর গিফারি জানান, ‘মহামান্য হাইকোর্টের নির্দেশনা মতে, ‘জেলা প্রশাসনের তত্ত¡াবধানে ৩সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে, কমিটিকে বলা হয়েছে সকল প্রকার প্রভাবমুক্ত থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ একটা তদন্ত প্রতিবেদন দেয়ার কথা’। সোমবার সকাল থেকে আমরা কাজ শুরু করেছি, আগামী ৭কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের কথা বলা হয়েছে, আমরা আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত শেষ করতে পারবো’।
উল্লেখ্য গত ১১ ও ১২ ফেব্রæয়ারি ইসলামী বিশ^বিদ্যালয়ের দেশরতœ শেখ হাসিনা হলের গণরুমে রাতভর ১ম বর্ষের এক শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে। ঘটনার তদন্তে বিশ^বিদ্যালয় ও হল প্রশাসনের পক্ষ থেকে পৃথক ভাবে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। এদিকে বিশ্ববিদ্যালয়ের হলে আবারও র্যাগিংএর নামে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হলে হাইকোর্ট স্ব-প্রনোদিত হয়ে রুল ইস্যু করেন। সেখানে কুষ্টিয়া জেলা প্রশাসনকে আদেশ দেয়া হয়- ‘প্রভাবমুক্ত থেকে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠ তদন্তের লক্ষ্যে বিচার বিভাগীয় তদন্ত গঠন করে তদন্ত প্রতিবেদন দাখিল’ করার কথা বলা হয়েছে কুষ্টিয়া জেলা প্রশাসককে।

Discussion about this post