নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ার ঐতিহ্যবাহী “ইমদাদুল উলূম মাদ্রাসা’ এতিমখানা ও লিল্লাহ্ বোর্ডিং-এর নতুন ভবনের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।
৯আগষ্ট-২০২৫ইংঃ শনিবার বা’দ মাগরিব কুষ্টিয়া শহরের পৌর ১৪নং ওয়ার্ড জুগিয়া মাদারশামোড়ে শেখপাড়া জামে মসজিদ ও ইমদাদুল উলূম মাদ্রাসা যৌথ কমপ্লেক্স ঘোষণা করা হয়,সেইসাথে মাদরাসা নতুন নির্মাণকৃত ভবন উদ্বোধন করা হয়।
বড় পরিসরে জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে নতুন ভবন উদ্বোধন শেষে অত্র ইমদাদুল উলূম মাদ্রাসার ছাত্রদের মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আজিজুল হক এর সভাপতিত্বে ও ইমদাদুল উলূম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি ফরিদ উদ্দিন আবরার এর সঞ্চালনায়, শুভেচ্ছা বক্তব্য দেন, জুগিয়া শেখপাড়া জামে মসজিদ ও ইমদাদুল উলূম মাদ্রাসা কমপ্লেক্স এর সেক্রেটারি আব্দুল করিম মজনু।এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন, ১৪ নং ওয়ার্ড জুগিয়া এর বিশিষ্ট সমাজ সেবক মুহা: মিল্টন, মসজিদ ও মাদ্রাসা কমিটির সদস্য শাহরিয়ার আহমেদ জীবন,আব্দুল হালিম, আব্দুল কুদ্দুস ও মুহাম্মদ কামরুল সহ জুগিয়া শেখপাড়া জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স কমিটির সদস্যবৃন্দ। সর্বোপরি দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, জুগিয়া শেখপাড়া জামে মসজিদ ও ইমদাদুল উলূম মাদ্রাসা কমপ্লেক্স এর খতীব এবং প্রিন্সিপাল মুফতী ফরীদ উদ্দীন আবরার দাঃবাঃ। প্রিন্সিপাল মুফতি ফরিদ উদ্দিন আবরার বলেন,নতুন ভবনটি আমাদের মাদ্রাসার শিক্ষা ও দাওয়াতি কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে,ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ্, আমাদের ভবনের কাজ সম্পন্ন হয়েছে। “তবে আমাদের ভবনের কিছু আসবাবপত্র এবং কিছু প্রয়োজনীয় জিনিস এখনো এখনো ক্রয় করা সম্ভব হয়নি। নতুন ভবন নির্মাণে মাদ্রাসার আর্থিক ফান্ড একদম দূর্বল হয়ে পড়েছে।যেমন কিছু সংখ্যক ফ্যান, কোরআন শরীফ রাখার জন্য আলমারি ইত্যাদি এই ধরনের আসবাবপত্র প্রয়োজন।
কুষ্টিয়া শহর বা সংবাদমাধ্যমে যাদের কাছে এখবর দৃষ্টিতে পড়বে, তারা যদি স্ব-ইচ্ছায় “আমাদের প্রাণপ্রিয় ইমদাদুলুম মাদ্রাসা ও লিল্লাহ্ বোডিং এ, আল্লাহ তায়ালার দেওয়া মূল্যবান অর্থ থেকে দান করতে চান। তাহলে অতি দ্রুত আমাদেরকে জানাবেন এবং মাদ্রাসা কর্তৃপক্ষদের কে জানাবেন। আমরা মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের শুকরিয়া আদায় করছি এবং দোয়া করছি, যেন এই প্রতিষ্ঠান থেকে দ্বীনের খেদমত, এতিমদের আশ্রয় ও দাওয়াতের আলো চিরকাল ছড়িয়ে পড়ে।

Discussion about this post