কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুমারখালী ও খোকসাতে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ইয়থ ডেভলপমেন্ট ফোরামের উদ্যোগে রমযানের ফ্রী বাজার কর্মসূচির মাধ্যমে অসহায় পরিবারের মাঝে ফ্রি বাজার প্রদান করা হয়েছে।
৪ মার্চ (মঙ্গলবার) সকাল ১০ টায় কুমারখালী সরকারি কলেজ মাঠে ও ৩রা মার্চ খোকসা কলেজ মাঠে পৃথক আয়োজনে ৪শত হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে রমযানের এই ফ্রি বাজার বিতরণ করা হয়।
স্বেচ্ছাসেবী সংস্থা ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কুমারখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আফতাব উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কুমারখালী উপজেলা শাখার সদস্য সচিব মোঃ লুৎফর রহমান, কুমারখালী উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আফজাল হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কুমারখালী পৌরসভার আহ্বায়ক হাজী মনোয়ার হোসেন, জেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা জুলফিকার আলী, কুমারখালী থানার অফিসার ইনচার্জ মোঃ সোলাইমান শেখ, কুমারখালী সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জিল্লুর রহমান বিশ্বাস মধু। জোতমোড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও দৈনিক সংগ্রামের সংবাদদাতা মাহমুদ শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষক আব্দুল হালিম।
কুমারখালী উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত অসহায় হতদরিদ্র ব্যক্তিরা চাল তেল আলু মশুর ডাল লবন ছোলা মুড়ি গ্রহন করেন।
এর আগে ৩রা মার্চ খোকসা সরকারী কলেজ মাঠে খোকসা উপজেলার দেড় শত পরিবারের মাঝেও এই ফ্রি বাজার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন। বিশেষ অতিথি ছিলেন খোকসা থানা অফিসার্স ইনচার্জ মাইনুল ইসলাম।
বিগত বছরের ন্যায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ইয়থ ডেভলপমেন্ট ফোরামের উদ্যোগে কুমারখালী ও খোকসায় রমযানের ফ্রী বাজার কর্মসূচির মাধ্যমে এবারও চারশ অসহায় পরিবারের মাঝে ফ্রি বাজার তুলে দেওয়া হল।
এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ৪, ২০২৫//

Discussion about this post