ইয়ামাহা রাইডার্স ক্লাব চুকনগর শাখার (ওয়াই,আর,সি চুকনগর) উদ্যোগে এতিম
শিশুদের নিয়ে ইফতার মাহফিল ও দুস্থ্য-অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী
বিতরন করা হয়েছে।
শুক্রবার ডুমুরিয়ার গুটুদিয়া কোমরপুর হাফিজিয়া নূরানীয়া কওমী মাদ্রাসা
প্রাঙ্গনে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, ইয়ামাহা কোম্পানীর জুনিয়র
প্রোডাক্ট এক্সিকিউটিভ রিচার্ড রিচ, সিনিয়র টেরিটরী ইনচার্জ মোহাম্মদ
আশেদ, সিনিয়র ইঞ্জিনিয়ার মামুন আলী শেখ, মাও: জাকির হুসাইন। এসময়
ইয়ায়ামাহা রাইডার্সের গ্রুফ লিডার মেহেদী হাসান তানিমসহ সংগঠনের সকল
সদস্যবৃন্দ।
এসময় সংগঠনের পক্ষে ও এসিআই’র সৌজন্যে ১৫ টি অসহায় ও দুস্থ্য পরিবারের
মধ্যে ইফতার সামগ্রী সিমাই, চিনি, মুড়ি, ছোলা, চিড়া ও খেজুর বিতরন করা
হয়। এছাড়া শনিবার চুকনগরস্থ রিফাত মটরস্’ এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের পক্ষে বলা হয়, রমজানব্যাপী বিভিন্ন স্থান ও প্রতিষ্ঠানে তাদের এ
কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কাজ চালিয়ে যাবে
ইয়ামাহা রাইডার্স ক্লাব চুকনগর (YRC CHUKNAGAR)।
এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ১০,২০২৩//

Discussion about this post