Print Date & Time : 21 August 2025 Thursday 8:44 am

ইয়ারুল এক যুগেরও বেশি সময় ফেন্সিডিল ব্যবসা করে

দৌলতপুর উপজেলার কল্যানপুর এনবি ব্রিক ফিল্ডের পার্শ্ববর্তী বাঁশঝাড় ও ফসলি জমিতে অভিনব কৌশলে অবাধে মনোহরি পণ্যের মত ১ যুগেরও বেশি সময় ধরে অবৈধ ফেনসিডিল ব্যবসা অব্যাহত রেখেছের মাদক কারবারী ইয়ারুল (৪০)। তিনি এখনো রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। । কখনো ভূট্রা ক্ষেতে, কখনো মেহগনীর বাগানে, কখনো মাঠের মাচানে, কখনো রাস্তার উপরে, কখনো বাঁশ ঝাড়ের মধ্যে রাত-দিন সমানে ভারতীয় আমদানি নিষিদ্ধ সিরাপ বিক্রি করে টাকার গরমে মানুষকে মানুষ মনে করে না সে, অভিযোগ এলাকাবাসীর। 

এলাকা ও দুর দুরান্ত থেকে উঠতি বিপথগামী যুবকদের আসা-যাওয়া চলতেই থাকে। অনুসন্ধান এবং এলাকাবাসীর বক্তব্যে ইয়ারুলের ফেনসিডিল ব্যবসার সাথে জড়িত থাকার প্রমান মেলে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, ইয়ারুলের কারনে এই এলাকায় নিয়মিত অপরিচিত বিভিন্ন বয়সী মাদকাসক্তদের আনাগোনার কারনে তারা অতিষ্ঠ।  কিন্তু শক্তিশালী মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে মুখ খুললেই বিপদ হতে পারে মর্মে আতঙ্ক তাদের মনে। ইয়ারুল এক যুগেরও বেশি সময় ধরে দাপটের সাথে রমরমা মাদক বাণিজ্য চালিয়ে আসছে। সম্প্রতি মাদক ব্যবসায়ী সফের জেল হাজতে যাওয়ায় একচ্ছত্রভাবে এলাকায় আধিপত্য বিস্তার করে চোরাচালানের মাধ্যমে আসা ফেনসিডিল খুচরা ও পাইকারি ব্যবসা সম্প্রসারিত হয়েছে তার। ইয়ারুল জনসাধারনের নিষেধ উপেক্ষা করে চলেছে। উল্টো সে বলে আসছে, আমার ক্ষমতার বিষয়ে তোমাদের কিছু জানা নাই। পুলিশ আমার কখনোই কিছু করতে পারবে না।

এবি//দৈনিক দেশতথ্য//মে১৫,২০২২//