Print Date & Time : 10 May 2025 Saturday 7:35 pm

ইয়াসিন-মাহমুদ স্মৃতি পরিষদ প্রতিবন্ধিকে দিল সেলাই মেশিন

দৃষ্টি প্রতিবন্ধী সামিউল ইসলাম। দুই সন্তান প্রত্যেকেই পড়াশোনা করছে। দৃষ্টি প্রতিবন্ধী সামিউল ইসলাম তাঁর স্ত্রী ও সন্তানদের সাথে নিয়ে কোনরকমে সংসার চালিয়ে আসছে।

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পালপাড়া এলাকায় তাঁর বাড়ি। স্বামী দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় ছোট দোকান ও অন্যের বাড়ীতে সেলাই মেশিনে কাজ করে সংসার চালাতে হচ্ছে। 

তাদের বড় ছেলে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে আর মেয়েটি ক্লাস নাইনে পড়ালেখা করছে। 

অভাব-অনটনের সংসারে ঠিকমতো খাবার জোগানো, পড়াশোনাসহ অন্যান্য খরচ চালাতে হিমশিম খাচ্ছে সামিউলের পরিবার। এ অবস্থায় দরিদ্র পরিবারটির পাশে দাঁড়িয়েছে ইয়াসিন-মাহমুদা স্মৃতি পরিষদ। সামিউলের হাতে তুলে দিয়েছে একটি সেলাই মেশিন। 

সম্প্রতি মিরপুর উপজেলার বহলবাড়ীয়া সাহেবনগর এলাকায় এক অনুষ্ঠানে সেলাই মেশিন তুলে দেন ইয়াসিন-মাহমুদ স্মৃতি পরিষদের চেয়ারম্যান ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠা অধ্যক্ষ ডাঃ ইফতেখার মাহমুদ। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিতি ছিলেন।  

সেলাই মেশিন পেয়ে সামিউল বলেন, দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় কোন রকমে বাড়ীর উপর ছোট দোকান দিয়েছি। সেখানেই স্ত্রী কে সাথে নিয়ে কোনরকমে সংসার চালিয়ে আসছি। তিনি বলেন, আমার স্ত্রী সেলাই মেশিন এর কাজ জানলেও নিজের কোন মেশিন না থাকায় কাজ করতে পারতো না। আজকে সেলাই মেশিন পেয়ে খুবই ভালো লাগছে আমার। 

এই মেশিন চালিয়ে আর্থিকভাবে সচ্ছল ও স্বাবলম্বী হতে পারব। এখন সংসারও চালানো সহজ হবে এবং মেয়ে-ছেলের পড়াশোনার খরচও চালাতে পারব।’

সামিউলের স্ত্রী বলেন, ‘এটা সেলাই মেশিন নয়, এটা আমাদের জন্য ভাগ্য পরিবর্তনের মেশিন। এখন থেইকা সেলাই করে সংসারের খরচ ও মেয়ে-ছেলের পড়াশোনার খরচও চালাইতে পারব। ডাঃ ইফতেখার মাহমুদের জন্য নামাজ শেষে দুই হাত তুলে দোয়া করব, যেন আল্লাহ তাদের সব সময় ভালো রাখে।’

মেশিন হস্তান্তরের সময় কম্পন প্রতিবন্ধী ফেডারেশন কুষ্টিয়ার সভাপতি সোহেল রানা বলেন, ‘ইয়াছিন মাহমুদা পরিষদ সব সময় মানুষের পাশে থাকে। অসহায়দের খুঁজে বের করে যেভাবে স্বাবলম্বী করার চেষ্টা করছে, তা নজিরবিহীন। তাদের এই কল্যাণমূলক কাজের ধারা অব্যাহত থাকুক—এই কামনা করি।’

ইয়াসিন-মাহমুদ স্মৃতি পরিষদের চেয়ারম্যান ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠা অধ্যক্ষ ডাঃ ইফতেখার মাহমুদ বলেন, ইয়াসিন-মাহমুদ স্মৃতি পরিষদের পক্ষ থেকে মিরপুর ও ভেড়ামারা উপজেলার বিভিন্ন এলাকায় মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ঔষধ সরবরাহ, টিউবওয়েল প্রদান, খেলাধুলার জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ, সেলাই মেশিন বিতরণ, হুইল চেয়ার বিতরণসহ নানান ধরনের সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত হয়েছে। ভবিষ্যতে এ ধরনের সামাজিক কর্মকান্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রেখে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি 

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ২৫,২০২২//