Print Date & Time : 16 April 2025 Wednesday 3:42 pm

ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে দৌলতপুরে ছাত্রদলের বিক্ষোভ

হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া):কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর অনার্স কলেজ ছাত্রদলের আয়োজনে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে গাজায় ইসরাইলি গণহত্যা ও মানবতা বিরোধী আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১২ টায় দৌলতপুর অনার্স কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিতে কলেজের ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ইসরাইলি সকল পণ্য বয়কটের ডাক দিয়ে গাজার নিপীড়িত, হত্যা ও গুমের স্বীকার হওয়া সকল মুসলিমের পক্ষে নানা ধরনের স্লোগান দেয়।
এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমির হামজা মিঠু শেখ,হাসান আহমেদ।দৌলতপুর অনার্স কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিরন হাসান আল-আমিন,সদস্য সচিব মভিরুল, যুগ্ম আহ্বায়ক কৌশিক রিপন, এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা, আসিব, আকাশ,নোমান,আয়ন,সাকিলসহ ছাত্র দলের অন্যান্য নেতৃবৃন্দ।
ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে দৌলতপুর উপজেলা ছাত্রদল নেতা হাসান আহমেদ বলেন,আমরা মুসলমান হিসেবে এটা আমাদের ঈমানী দায়িত্ব যে ইসরাইল ফিলিস্তানিদের বিপক্ষে গণহত্যা চালাচ্ছে তার বিপক্ষে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অবস্থান নিয়েছে তাই সবাইকে আহ্বান জানাবো ইসরাইলি যে সকল পণ্য আমাদের বাংলাদেশে ব্যবহৃত হয় তা সম্পূর্ণরূপে বয়কটের মাধ্যমে ইসরাইলকে আর্থিকভাবে সংকটে রেখে ফিলিস্তিনিবাসীকে রক্ষা করতে হবে।দৌলতপুর অনার্স কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিরন হাসান আল-আমিন বলেন, অসহায় নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর ইসরাইল যেভাবে বর্বর গণহত্যা চালিয়ে যাচ্ছে যা দেখে আমাদের হৃদয়ে রীতিমতো রক্তক্ষরণ হচ্ছে, বাংলাদেশ থেকে আমরা যদিও তাদের পাশে যেয়ে দাঁড়াতে পারছি না কিন্তু আমরা দূর থেকেও গাজাবাসীর পক্ষ নিয়ে ইসরাইলের বিপক্ষে যা যা করা সম্ভব তাই আমরা করব। আমরা ইসরাইলের সকল প্রকার পণ্য বয়কট করেছি।