Print Date & Time : 5 July 2025 Saturday 6:54 pm

ইসলামপুরে সন্ত্রাসী দুলাল গ্রেফতার

জামালপুরের ইসলামপুরে দুলাল হোসেন নামে (৩৫) এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ইসলামপুর থানা পুলিশ। 

সোমবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টায় ইসলামপুর পৌরসভার গাওকুড়া কাচারিপাড়া এলাকা হতে গ্রেফতার করা হয়।

আটককৃত দুলাল হোসেন ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের কুতুবুল্যার চর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল হোসেন এর সাথে গাওকুড়া এলাকার নাজমা আক্তার (২৩) ৩বছর যাবত প্রেমের সম্পর্ক চলছিল। আজ সন্ধায় নাজমা আক্তারকে অস্ত্রের ভয় দেখিয়ে অপহরণ করার চেষ্টা করে। 

পুলিশ সুপার নাছির উদ্দিন আহম্মেদ জানান, দুলাল হোসেন নাজমা আক্তারকে অস্ত্রের ভয় দেখিয়ে অপহরণ করার চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ইসলামপুর থানা পুলিশ অস্ত্রসহ গ্রেফতার করে।

এবি/দৈনিক দেশতথ্য//মার্চ ১৩, ২০২২//