Print Date & Time : 26 August 2025 Tuesday 7:02 pm

ইসলামী ছাত্র আন্দোলনের ইফতার বিতরণ

কুষ্টিয়ায় ইসলামী ছাত্র আন্দোলন উদ্যোগে পথশিশুদের ইসলামের বুনিয়াদী শিক্ষা ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে সংগঠনের জেলার শাখার উদ্যোগে জেলা সভাপতি মুহাঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহাঃ মোস্তাকিম বিল্লাহের সঞ্চালনায় কোর্ট স্টেশনে পথ শিশুদের মাঝে ইসলামের বুনিয়াদী শিক্ষা ও সুবিধা বঞ্চিত
মানুষের মাঝে ইফতারি বিতরণ করেন। প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলার সেক্রেটারি আলহাজ্ব শেখ মুহাঃ এনামুল হক। আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন কুষ্টিয়া জেলার সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মুহাঃ তরিকুল ইসলামসহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলার শাখার নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলার প্রশিক্ষণ সম্পাদক মুহাঃ সাইফুল ইসলাম পথ ও শিশুদের মাঝে ইসলামের বুনিয়াদি শিক্ষা দেন। এরপর সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরন করা হয়।

এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ২০,২০২২//