Print Date & Time : 21 August 2025 Thursday 8:08 am

ইসলামী ডায়াগনস্টিক ও আল-নুর নাসিং হোম’র কান্ড!


কুষ্টিয়ার ভেড়ামারা ইসলামী ডায়াগনস্টিক সেন্টারের ভুল রিপোর্ট এর কারণে আল-নুর নাসিং হোম সিজারিয়ান অপারেশনের রোগীর শরীরে অন্য গ্রুপের রক্ত প্রদান করায় রোগীর অবস্থা আশংকাজনক।

সরেজমিনে ঘুরে জানা যায়, ভেড়ামারায় ইসলামী ডায়াগনস্টিক সেন্টার এ গত ১০ এপ্রিল ২২ তারিখে হালিমা (২৩) নামের এক রোগী সিজার করার আগে ব্লাড গ্রুপ করলে ইসলামী ডায়াগনস্টিক সেন্টার ভুল রিপোর্ট প্রদান করেন এবি পজেটিভ কিন্তু বাস্তবে রোগীর ব্লাড গ্রুপ বি পজেটিভ।   আল-নুর নাসিং হোম এ সিজারিয়ান অপারেশনের পর  ইসলামী ডায়াগনস্টিক সেন্টার এর রিপোর্ট অনুযায়ী রোগী হালিমার শরীরে এবি পজেটিভ রক্ত প্রয়োগ করলে রোগীর অবস্থা গুরুতর অসুস্থ হলে তাকে রাজশাহী তে নিয়া হয়। এবিষয়ে ইসলামী ডায়াগনস্টিক সেন্টার এর দায়িত্ব প্রাপ্ত চিকিৎসক ডাঃ ফারুক হোসেন জানান এটা আমাদের ভুল নয় এটা রি- এজেন্ট এর ভুল,,,,। ব্লাডগ্রুপ রিপোর্ট ভুল প্রদান করলেন তার প্রতিষ্ঠান কিন্তু তিনি ভুল মানতে নারাজ। জনমনে প্রশ্ন সাধারণ একটা ব্লাড গ্রুপ এ যদি এমন ভুল হয় তবে বাকী রিপোর্ট গুলোর কি হতে পারে? অপরদিকে আল-নুর নার্সিংহোম এর ম্যানেজার কে উক্ত বিষয় নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান এই টেস্ট করেছে ইসলামী ডায়াগনস্টিক সেন্টার এবং ক্রসমেসিং করেছে আশরাফুল ইসলাম। আশরাফুল ইসলাম কে প্রশ্ন করলে তিনি বলেন আমি করিনি, করেছে আধুনিক  হাসপাতালের দীপংকর দাদা। দীপংকর দাদার সাথে মোবাইলে যোগাযোগ করলে সে ফোন রিসিভ করেনি।রোগীর স্বামী জুয়েল আজ এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টিএইচও এবং সিভিল সার্জন কে লিখিত অভিযোগ করবেন বলে আমাদের কে জানিয়েছেন। রুগীর পরিবার এবং ভেড়ামারা বাসীর দাবী এমন নিম্ন মানের ভুল রিপোর্ট প্রদানকারী ডায়াগনস্টিক সেন্টার অবিলম্বে বন্ধ করা হোক। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব এবং ভেড়ামারা বাসী।

রিমন//দৈনিক দেশতথ্য//৭ মে-২০২২