Print Date & Time : 11 May 2025 Sunday 2:56 am

ইসলামী ডায়াগনস্টিক সেন্টার বিরুদ্ধে অভিযোগ

কুষ্টিয়ার ভেড়ামারা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত ইসলামী ডায়াগনস্টিক সেন্টার এ প্রায় ভুল রিপোর্ট ধরা পড়ার পরও কোন ব্যবস্হা নেয় নাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

জনমনে প্রশ্ন এত বার ভুল করার পরও কোন হস্তক্ষেপ প্রশাসনের পক্ষ আসেনি। আর কত রোগী মারা গেলে প্রশাসন এর নজর নড়বে?

তনিমা নামে ভুক্তভোগী এক রোগী সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, টিএইচও, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন দপ্তরে  ইসলামী ডায়াগনস্টিক সেন্টার ডাক বাংলো সুপার মার্কেট (২য় তলা) হাই রোড, ভেড়ামারা, কুষ্টিয়া এর বিরুদ্ধে  লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী এবং এলাকা বাসীর দাবী তদন্ত সাপেক্ষে আশু  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য।

আর//দৈনিক দেশতথ্য//১৭ জুন-২০২২//