Print Date & Time : 23 August 2025 Saturday 4:04 am

ইসলামী বিশ্ববিদ্যালয় টিচার্স ইনডেক্স অ্যাপের উদ্বোধন

ইবি প্রতিনিধি ॥ উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ইসলামী বিশ^বিদ্যালয় টিচার্স ইনডেক্স মোবাইল ফোন অ্যাপ্লিকেশন উদ্বোধন করেছেন। আজ (২২ নভেম্বর) দুপুরে অনুষদ ভবনস্থ শিক্ষক লাউঞ্জে শিক্ষক সমিতি আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ অ্যাপ উদ্বোধন করেন। উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন। সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। মোবাইল ফোননম্বর সম্বলিত এই অ্যাপটির মাধ্যমে খুব সহজেই বিশ^বিদ্যালয়ের শিক্ষকগণের সাথে যোগাযোগ করা যাবে।