প্রেসবিজ্ঞপ্তি: ইসলামী যুব আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের আলো কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি:হাঃমাওঃতাওহীদুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক: মাওঃ নাজমুল হাসান এর সঞ্চালনায় জেলার আওতাধীন তৃণমূল পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব:ইন্জিনিয়ার আশরাফুল আলম এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন এর কেন্দ্রীয় উপ-সম্পাদক:মাওঃগাজী মুহাম্মাদ উসমান গনি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি: বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহম্মাদ আলী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশ এক ভয়াবহ পরিস্থিতি অতিক্রম করছে। নাগরিক ও মানবিক মূল্যবোধ ধ্বংসের মুখে। মানুষের নাগরিক অধিকার আজ ভুলুণ্ঠিত। নাগরিকের স্বাধীন মতামত ব্যক্ত করার ইচ্ছা থাকলেও রাষ্ট্রযন্ত্র নামক শক্তিটি তাদের মতামত ব্যক্ত করার সুযোগ দিচ্ছে না। এ সকল অন্যায়—অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠে শ্লোগান তুলতে পারে একমাত্র যুব সমাজ।
সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলার সহ-সভাপতি: আলহাজ্ব রাহাত আলী বিশ্বাস, সেক্রেটারি: আলহাজ্ব শেখ এনামুল হক,সহ-দপ্তর সম্পাদক: মুফতী আহমাদুল্লাহ হাবিবী, সহ-সাংগঠনিক সম্পাদক: মুফতী মুজাম্মিলুল হক, সহ-প্রশিক্ষন; মুফতি জাফর আহমদ উসমানী, ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কুষ্টিয়া জেলার সভাপতি: মোঃ মিজানুর রহমান। ইসলামী যুব আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সাবেক ও বর্তমান দায়িত্বশীলবৃন্দ। অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনে ইসলামী যুব আন্দোলনের থানা ও ইউনিয়ন এর তৃণমূল দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এল//