Print Date & Time : 19 April 2025 Saturday 10:20 am

ইসলামী যুব মজলিস কুষ্টিয়া জেলার ঈদ পূনর্মিলনী ও যুব কাউন্সিল অনুষ্ঠিত

কুষ্টিয়া সংবাদদাতা:
ইসলামী যুব মজলিস কুষ্টিয়া জেলার ঈদ পূনর্মিলনী ও যুব কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

৫ এপ্রিল শনিবার বেলা১২টায় ইসলামী যুব মজলিস কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে থানার মোড় জনস্ পার্ক রেস্টুরেন্টে এই পূনর্মিলনী অনুষ্ঠিত হয়।

পূনর্মিলনীতে জেলা সভাপতি মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে জেলা যুগ্ম সম্পাদক মো. শফিউল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি এ্যাড. তাওহীদুল ইসলাম তুহিন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মোঃ সিরাজুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাএ মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস আহমদ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মো: জামিরুল ইসলাম ও ইসলামী যুব মজলিস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মাও. হাবিবুল্লাহ ।
এছাড়াও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক আজিরুল ইসলাম, খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মাও: আজিম উদ্দীন ও কুষ্টিয়া জেলা খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল।
কেন্দ্রীয় সভাপতির উপস্থিতিতে ও সকলের মতামতের ভিত্তিতে ২০২৫-২৬ সেশনের জন্য ১৩ সদস্য বিশিষ্ট ইসলামী যুব মজলিস কুষ্টিয়া জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির নিন্মরুপঃ মো. শরিফুল ইসলাম (সভাপতি), মো. হাসেম আলী (সহ-সভাপতি), মাহাদী হাসান (সহ-সভাপতি), মো. শফিউল ইসলাম (সাধারণ সম্পাদক), হালিমুজ্জামান (সহ-সাধারণ সম্পাদক), ফয়সাল রানা (সাংগঠনিক সম্পাদক), আইয়ুব আলী (সহ-সাংগঠনিক সম্পাদক), সাব্বির হোসেন (অফিস সম্পাদক), আল-আমীন (অর্থ সম্পাদক), মোহাম্মদ আলী (প্রচার সম্পাদক), মনির হোসাইন (সমাজ কল্যান সম্পাদক), আলাল উদ্দিন (নির্বাহী সদস্য), জাহাঙ্গীর আলম (নির্বাহী সদস্য)। নব নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ ও প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে সভা সমাপ্ত হয়।